এক সপ্তাহের তীব্র সীমান্ত সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধবিরতিতে একমত হন।
রোববার (১৯ অক্টোবর) ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা নেওয়ার পর এটাই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ। শনিবার (১৮ অক্টোবর) দোহায় এক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয় পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধিদল। আলোচনার ফলস্বরূপ উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। যুদ্ধবিরতি কার্যকর রাখার লক্ষ্যে দুই দেশ ভবিষ্যতে ফলোআপ বৈঠক করবে বলেও জানানো হয়েছে।
আলোচনায় আফগানিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বৈঠকের পর পাকিস্তানের মন্ত্রী এক্স (সাবেক টুইটার)-এ জানান, যুদ্ধবিরতি “চূড়ান্ত” হয়েছে। আগামী ২৫ অক্টোবর ইস্তাম্বুলে আরেকটি বৈঠকে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে।