সম্প্রীতি আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। একের পর এক তথ্য উঠে আসছে তার বিরুদ্ধে। একদিকে তার বিরুদ্ধে সংবাদমাধ্যমে অভিযোগ, অন্যদিকে মায়ের সঙ্গে কান্নাজড়িত আবেগঘন ভিডিও-এই দুই বিপরীত চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানান আলোচনা সমালোচনার ঝড়।
টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন অনুযায়ী, রিপন এখন স্ত্রী-সন্তান নিয়ে আলাদা বাড়িতে থাকেন এবং তার মা-বাবার খরচ বহন করেন না। সেই রিপোর্টে রিপনের মাকে বলতে শোনা যায়: খুব কষ্ট করে মানুষ করছি, এখন পরিচয়ও দেয় না। আমরা গরিব, পরিচয় দিলে যদি ওর মান-ইজ্জত থাকে না। এ প্রতিবেদন ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রিপনের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই তাকে ‘অহংকারী’ ও ‘অবজ্ঞাকারী সন্তান’ বলে আখ্যায়িত করেন।
অন্যদিকে আরেকটি নতুন ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, রিপন কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে আছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তোমারে দেহি না আমি? আব্বারে দেহি না আমি? তুমি ইড্ডা কী করলা? আমার জীবনডা শেষ করলা।
এদিকে রিপন মিয়া এই প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে কথা বলার মানসিক অবস্থায় নেই। তবে খুব শিগগিরই সব প্রশ্নের উত্তর দেব। আমি সবসময় পরিবারকে দেখেছি, ভবিষ্যতেও দেখব। কিন্তু যাঁরা আমার সরল মা–বাবাকে নিয়ে ব্যবসা করেছে, তাদের বিচার একদিন হবেই।