ফিলিস্তিনের গাজায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে আটক ইসরাইলি জিম্মিরা আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১০ অক্টােবর) হোয়াইট হাউসে রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সোমবারটি হবে একটি বড় দিন। হামাস ২০ জন জীবিত জিম্মি এবং ২৮ জন মৃত জিম্মির দেহ ইসরায়েলকে ফিরিয়ে দেবে, বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, যাদের দেহ ফিরিয়ে দেওয়া হবে, তাদের অনেকের মরদেহ এখন খোঁড়াখুঁড়ি করে বের করা হচ্ছে। এটা এক গভীর ট্র্যাজেডি। জীবিত জিম্মিরা এমন কিছু ভয়াবহ স্থানে রয়েছে, যেগুলোর অবস্থান খুব অল্প কয়েকজনই জানে।
অন্যদিকে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস।