ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য আসন্ন ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকা গামী পরিবহন সুবিধা নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে শাখা ছাত্রশিবির।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দেন সংগঠনটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান ও ছাত্র অধিকার সম্পাদক জাকারিয়া হোসাইন। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিতব্য ৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ আবেদনপত্র জমা দেন তারা।
আবেদনে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। কিন্তু ব্যক্তিগতভাবে ঢাকায় যাতায়াত করা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা গামী বাসের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারবে।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, আমাদের প্রশাসন ছাত্রদের দাবিতে সবসময় সহযোগিতাপূর্ণ থাকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খেলাধুলা বা যেকোনো ধরনের প্রোগ্রাম থাকলে সেখানে পরিবহন ব্যবস্থা করে থাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদিও এটা একেবারেই ব্যতিক্রমী তবে উপাচার্য যদি মনে করেন তাহলে দিতে পারেন। আমি তাদের পরামর্শ দিয়েছি উপাচার্যের সাথে কথা বলার জন্য ।