নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে একটি তথ্যবহুল ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) রাত ৭টা ৩০ মিনিটে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবিনারটি শুরু হয়। নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ওয়েবিনারের শিরোনাম ছিল “জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক ওয়েবিনার”।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন জাপানের লুমিনাস কোম্পানি লিমিটেড এবং টেক-পার্টনার ইনক. জাপানের প্রতিষ্ঠাতা পরিচালক নোমান আরিফ। আলোচনায় তিনি নিজের বাস্তব অভিজ্ঞতা ও উদাহরণের মাধ্যমে জাপানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা, খণ্ডকালীন ও পূর্ণকালীন কাজের সুযোগ, স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া এবং স্থায়ী চাকরি পেতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি জাপানে ক্যারিয়ার গড়তে জাপানিজ ভাষার গুরুত্ব নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
ওয়েবিনারের আরেকজন আলোচক হিসেবে বক্তব্য দেন কাজিমা কর্পোরেশন জাপান-এর সাইট ও সেফটি ইঞ্জিনিয়ার তানভির আরাফ। তিনি জাপানিজ ভাষা, সংস্কৃতি, অর্থনীতি এবং কাজের পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। এছাড়া জাপানে উচ্চশিক্ষা ও স্থায়ী ক্যারিয়ার গড়তে জাপানিজ ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে N5 থেকে শুরু করে N2 পর্যন্ত ভাষা শেখার প্রস্তুতি ও কৌশল নিয়ে আলোচনা করেন।
ওয়েবিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী হয়েছে বলে মন্তব্য করেন নোবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও সফল ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর নিয়মিতভাবে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসিক ভিত্তিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক ওয়েবিনার আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক ভূমিকা পালন করছে।