রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

‎কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১৪ শিক্ষার্থীকে বিভিন্ন মাত্রায় শাস্তি 

কুবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৪ Time View

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২ জন শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজন শিক্ষার্থীকে পুনরায় একটি কোর্স সম্পন্ন করতে ও আরেকজন শিক্ষার্থীর ইন্টার্নশিপ রিপোর্ট বাতিল করা হয়েছে।‎

‎সোমবার (৫ জানুয়ারি) ‎বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০৭তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদিত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার হলে অনৈতিক উপায়, মোবাইল ডিভাইস এবং চ্যাটজিপিটি ব্যবহারের প্রমাণ পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

‎‎বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ. জেড. এম. ওমর ফারুক ও মো. শাহরিয়ার আহমেদ, স্নাতকোত্তর ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিরিন আক্তার মারিয়া এবং স্নাতক ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈম খান ও সাব্বির আহাম্মেদ শিমুল, আইসিটি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মোস্তফা মো. মহিউদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাঈদ আহমেদ রিফাত, অর্থনীতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (পুনঃভর্তি ২০২৪–২৫) শিক্ষার্থী ইসরাত জাহান মুনিবা, প্রত্নতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হিজবুল্লাহ আরেফীন তাজবী ও মো. হাসমত আলী এবং ইংরেজি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেলিম আহমেদ শিমুল ও ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোমাইয়া ফাতেমা।

‎‎অন্যান্য সিদ্ধান্তের মধ্যে গণিত বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইখতার জাহান ইথিলাকে কম্পিউটার ফান্ডামেন্টালস (কম্পিউটার ফান্ডামেন্টালস) কোর্সটি পুনরায় সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিপক চন্দ্র দেবের ইন্টার্নশিপ (ইন্টার্নশিপ) রিপোর্ট জাল প্রমাণিত হওয়ায় তার ইন্টার্নশিপ ও সংশ্লিষ্ট কোর্স বাতিল করা হয়েছে এবং অভিযুক্ত পরীক্ষার্থীর ইন্টার্নশীপ সুপরাভাইজারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‎‎পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের পরিচালক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘পরীক্ষা সম্পর্কিত বিষয়ের যেসকল শৃঙ্খলা, সেগুলো পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর কর্তৃক ব্যবস্থাগ্রহণ করা হয়। সে জায়গা থেকেই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য বিভিন্ন বিভাগের ১৪ জনের বিরুদ্ধে বিভিন্ন মাত্রায় শাস্তিগ্রহণ করা হয়েছে। ‘

‎‎শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম বলেন, ‘প্রতিটি বিভাগে পরীক্ষা চলাকালীন এই অভিযোগগুলো এসেছিলো। পরবর্তীতে শৃঙ্খলা কমিটির মতামতের ভিত্তিতে গত ১০৭তম সিন্ডিকেটে এই সিদ্ধান্ত গৃহীত হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com