কলম্বোর সবুজ মাঠে গর্জে উঠল লাল-সবুজের জয়ধ্বনি। সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ কিশোর দল।
ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠ দখলে নেয় বাংলাদেশ। খেলার মাত্র তিন মিনিটেই পাকিস্তানি গোলরক্ষকের মারাত্মক ভুলে লিড নেয় লাল-সবুজরা। গোলরক্ষক সতীর্থকে বল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে সেটি পেয়ে যান নাজমুল হুদা ফয়সাল। ঠাণ্ডা মাথায় তিনি বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন।
এর এক মিনিট পরই আসে দ্বিতীয় গোল। ডানদিক থেকে একক দক্ষতায় ডিফেন্ডারদের কাটিয়ে কোণাকুনি জোরালো শটে গোল করেন ফরোয়ার্ড অপু। মুহূর্তেই ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ কিশোররা।
বাকি সময়ে দুই দলই সুযোগ পেলেও আর কেউ গোল করতে পারেনি। দৃঢ় রক্ষণ আর গোলরক্ষকের নির্ভরযোগ্যতায় পাকিস্তানের একাধিক আক্রমণ প্রতিহত হয়।
এদিকে, অপর সেমিফাইনালে আজ রাতেই মুখোমুখি হবে নেপাল ও ভারত। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর শিরোপা লড়াইয়ে নামবে বাংলাদেশ।
লাল-সবুজের তরুণদের চোখ এখন সাফ অনূর্ধ্ব-১৭ ট্রফিতে।