“নুন আনতে পান্তা ফুরায়”- কথাটা কতটা যৌক্তিক তা এই ঘটনাটি না ঘটলে জানাই যেত না। চিকিৎসা বহন করার মতো সক্ষমতা না থাকায় তাই আমি আমার ১৫ দিনের শিশুকে জীবন্ত দাফন করেছি বলে জানায় দেই বাবা।
ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। পরে অভিযুক্ত ব্যক্তি তার নিজের অপরাধ স্বীকার করে। উক্ত ঘটনাটি গোটা পাকিস্তান কে মর্মাহত করে দিয়েছে। কতটা নির্মম ও হেয়জনক ঘটনা।
অভিযুক্ত ব্যক্তি জানায় আমি দিন এনে দিন খাই। আমার পক্ষে আমার মেয়ের চিকিৎসা করানোর মতো ক্ষমতা ছিলো না। আর নিজের চোখে মাত্র ১৫ দিন বয়সী মেয়েটার কষ্ট টাও সহ্য করতে পারেছিলাম না। তাই আমি বাধ্য হয়ে আমার মেয়েকে জীবন্ত দাফন করেছি।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ওই বাবার নাম তৈয়ব। গ্রেফতারের পর অভিযুক্ত ওই ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করেছেন।