ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আই-ইইই ব্রাঞ্চেরস্টুডেন্ট কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে। এতে আইইই স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ারপার্সন ও সাধারণ সম্পাদকনিযুক্ত হয়েছেন যথাক্রমে আইসিটি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বুরহান জয় ও একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম. সাজ্জাদ হোসাইন সৈকত।
সোমবার (২২ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, বোরহান জয় চেয়ারপার্সন এবং এস. এম. সাজ্জাদ হোসেন সৈকত সেক্রেটারি পদে দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের নেতৃত্বে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
অত্র ব্রাঞ্চের অধীনে একইসাথে আরো দুইটি সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে, আই-ইইই কম্পিউটার সোসাইটি ইবি স্টুডেন্ট চ্যাপ্টারে মোঃ শাহজাদা সাজিদ চেয়ারপার্সন এবং মোঃ জুলফিকার আলী সেক্রেটারি হিসেবে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে। এবং, আই-ইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজি সোসাইটি (EMBS) ইবি স্টুডেন্ট চ্যাপ্টারে মোঃ ইয়াকুব আলী চেয়ারপার্সন এবং তাহমিদ ইসলাম আকিব সেক্রেটারি হিসেবে ১৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও, আইইইই কম্পিউটার সোসাইটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন আইসিটি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহজাদা সাজিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার আলী। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন এন্ড বায়োলজি সোসাইটি (ইএমবিএস) এর চেয়ারপার্সন ও সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন যথাক্রমে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াকুব আলী ও একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহমিদ ইসলাম আকিব।
উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত আই-ইইই বিশ্বের প্রকৌশলীদের সর্ববৃহৎ সংগঠন, যা প্রকৌশল ও প্রযুক্তির উন্নয়নে বৈশ্বিকভাবে কাজ করে যাচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং প্রতিষ্ঠার বছরেই দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হিসেবে স্বীকৃতি লাভ করে।