রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

জাবি’র সায়েন্স ক্লাবের নেতৃত্বে তারেক, প্রিতম

জাবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের (জেইউএসসি) ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের কমিটিতে সভাপতি হয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী তারেক আহমদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী প্রিতম রায়।

 

রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাফি মুহাম্মদ তারেক এবং উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ফজলুল করিম পাটুয়ারী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসু’র সহ-সভাপতি (ভিপি) মোহাম্মদ আব্দুর রশিদ জিতু, এজিএস মোহাম্মদ ফেরদৌস আল হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবু উবায়দা উসামা, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এছাড়া ক্লাবের সাবেক নেতা, বর্তমান স্বেচ্ছাসেবক ও সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেন।

নবগঠিত এ কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন মাহমুদুল হাসান পাপন, নাজমুন নাহার নীপা এবং সুকর্ণা কুন্ডু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মাইশা খাতুন, মো. সাইফুল আলম এবং মো. আতাউর রহমান।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মাঝে সাংগঠনিক সম্পাদক: তানভীর মাজহার; দপ্তর সম্পাদক: মো. খালেদুজ্জামান ফাহিম; সহ-দপ্তর সম্পাদক: তাসনোভা তাহনিন হোসাইন; কোষাধ্যক্ষ: মনোয়ার আহমেদ এবং সহ-কোষাধ্যক্ষ: সাজু মন্ডল।

এছাড়াও বিভিন্ন উইংয়ের দায়িত্বপ্রাপ্তদের মাঝে হেড অব প্রমোশন: প্রমা সাহা সেবা; কো-হেড অব প্রমোশন: মো. আল মাহমুদ; হেড অব সায়েন্টিফিক রিসার্চ: ইরফাতুল জান্নাত তানিয়া; কো-হেড: সাব্বির আহমেদ; হেড অব সোস্যাল অ্যাক্টিভিটিজ: লিমা খাতুন; কো-হেড: মো. শাহরিয়ার হাসান সোহান; হেড অব পাবলিকেশন: মো. ফারওয়াহ মুনজির রাফিদ; কো-হেড: সাইয়েদ আনিকা রহমান; হেড অব পাবলিক এফেয়ার্স: মাহমুদ হাসান আকিব; কো-হেড: আফরোজা আক্তার মিনা; হেড অব প্রজেক্ট: মোসা. আইরিন নাহার; কো-হেড: মো. আরিফুল ইসলাম; হেড অব আইটি: মোসা. উম্মে আফসানা লাবিবা; কো-হেড: মারুফা; হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট: সঞ্জয় রাজবংশী; কো-হেড: নূর-ই তাবাসসুম মীম; হেড অব এইচআরএম এবং ফাতিমা; কো-হেড: রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত জাকসু’র ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, “সায়েন্স ক্লাব আশেপাশের এলাকার শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞানভিত্তিক সুন্দর সব কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।”

 

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রিতম রায় জানান, “শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করতে আমরা আরও বেশি কার্যকর কর্মসূচি হাতে নেবো। সবার সহযোগিতায় ক্লাবকে আরও শক্তিশালী করতে চাই।”

 

২০২৫-২৬ সেশনের নতুন কমিটির সভাপতি তারেক আহমেদ বলেন, “বিজ্ঞানচর্চা ও সৃজনশীল বিকাশে ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা একতাবদ্ধভাবে ক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত করবো।”

 

উল্লেখ্য, জেইউএসসি একটি বিজ্ঞানভিত্তিক সংগঠন, যা প্রতি বছর বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার এবং নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com