কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার ডাক্তারদের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে মেডিকেলের সকল স্টুডেন্ট অংশগ্রহণ করেন ।টুর্নামেন্টে ৮ টি বিভাগের প্রায়শতাধিক মেডিকেল ইন্টার ডাক্তার ও স্টুডেন্ট অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ৮ বিভাগের আটটি দল অংশগ্রহণ করে। দল গুলো হলো, টিম মেডিসিন, টিম সার্জারি, টিম কার্ডিওলজি, টিম হেপার্টোলজি, টিম নেফ্রলজি, টি ইএনটি, টিম ডেমাটোলজিস্ট, টিম প্রেডি টাইস।
উক্ত অনুষ্ঠানে নাইট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ ডা: মোহাম্মদ মজিবর রহমান, উপাধ্যক্ষ ডা: একরাম আহসান জুয়েল, ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা: নাজমুল সুমন, হোস্টেল সুপার ডা: মীর সাদ সৈকত, আইডিএ সভাপতি ডাক্তার মোহাম্মদ সাকিব কোষাধ্যক্ষ সব্যসাচী পাল উৎসসহ অন্যান্য ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
জমজমাট খেলা উপহার দিয়ে উক্ত নাইট টুর্নামেন্টের ফাইনাল বিজয়ী হয় টিম ডারমাটোলজিস্ট এবং রানার আপ হয় টিম নেফ্রলজি। আইডিএ সভাপতি ডাক্তার মোহাম্মদ সাকিব বলেন, মেডিক্যাল শিক্ষার্থী ও ডাক্তারদের মনকে চাঙ্গা রাখা এবং বিরামহীন সেবা দানের পরে মানসিক প্রশান্তির জন্য এ ধরনের টুর্নামেন্ট বারবার আয়োজন করা দরকার।