বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

মরুর বুকে আজ থেকে শুরু ৮ দলের এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ Time View

আবারও আজ থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান-হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরের।

আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এ কারণে, এবারের এশিয়া কাপও অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ইতোমধ্যেই এশিয়া কাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত করেছে আধুনিক ভেন্যু, আর মাঠে নামতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী আটটি দল – ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান এবং হংকং।

এদিকে এ নিয়ে ১৫তম বার এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ওডিআই ও টি-টোয়েন্টি মিলিয়ে দুই সংস্করণের এটি ১৭তম আসর। এশিয়া কাপে তিনবারের রানার্সআপ বাংলাদেশ প্রথম মাঠে নামবে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। আবুধাবিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। এছাড়া ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণকে ঘিরেই উত্তাপ ছড়াচ্ছে গোটা এশিয়া কাপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com