আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। ভীর রাতে আঘাত হানা ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মধ্য এশিয়ার এই দেশটিতে আহত হয়েছেন ৩ হাজার ২৫১ জন। এ ছাড়া ৮ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।
এর আগে, রোববার গভীর রাতে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় প্রদেশের কুনার এবং নানগাহার এলাকা। এখন এসব এলাকার দুর্গমে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে পাহাড়ে আরোহণকারী প্রশিক্ষিত ব্যক্তিরা। কারণ অঞ্চলগুলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রধান কম্পনের পর আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৫.২।