৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে একনেকের অনুমোদন উপলক্ষে শাহজাদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) সম্প্রতি ৫১৯.১৫ কোটি টাকার প্রকল্পের ডিপিপি অনুমোদন করেছে। এই আনন্দঘন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা শহরের প্রগতি মোড় থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন- শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজ, ইউনিক মডেল স্কুল, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বায়তুল হিকমা মডেল মাদ্রাসা, শাহজাদপুর রেসিডেন্সিয়াল স্কুল এবং সিরাজ মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক হুমায়ন মির্জা, উপদেষ্টা ফরহাদ হোসেন, আবু জাফর ও আ: মোমিন, নাসিমা জামান, সাইফুল্লাহ হাসিম, দুলাল মন্ডল, রাসেল রানা এবং মাওলানা হাসান আলী। তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিনের আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির রেখে যাওয়া জমি থেকে বরাদ্দ পাওয়া ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়ায় অন্তবর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানানো হয়। একইসাথে তারা অনতিবিলম্বে ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার দাবি জানান।
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের দাবিতে গত ২৬শে জুলাই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। আন্দোলনের ২৩তম দিনে একনেক সভায় প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এই প্রকল্পের মাধ্যমে শাহজাদপুরে শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ক্যাম্পাস স্থাপন করা হবে যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।