বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় বাড়ালো ১ দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ানো হয়েছে। আগামীকাল ২০ আগস্ট পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষ্যে ১ দিনের সাধারণ ছুটির পর আগামী ২১ আগস্ট পর্যন্ত এ সময়সীমা বর্ধিত করা হয়েছে। বুধবার রাতে জাকসু নির্বাচন কমিশনের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু সদস্য-সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

তিনি জানান, মনোনয়ন সংগ্রহে প্রস্তুতির জন্য অধিকাংশ ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।

গতকাল মনোনয়ন পত্র বিতরণের প্রথম দিনে ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য প্রার্থীদের মধ্য থেকে ১৩২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে মনোনয়ন বিতরণ ও জমাদানের সময় অন্তত ২ দিন বাড়ানোর দাবি জানিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে লিখিত আবদেন দেয় জাতীয়তাবাদী ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com