বগুড়ায় বিশেষ অভিযানে ৭৫ বস্তায় ৬০০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, একজন গ্রেফতার।
বগুড়ার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম সদরের কালীতলা কলেজ রোডে ভান্ডারী পাইপ ফ্যাক্টরির দক্ষিন পার্শ্বে হেলাল উদ্দিনের ভাড়াকৃত একটি গোডাউনে অভিযান চালিয়ে ৭৫ বস্তায় প্রায় ৬০০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে। এ ঘটনায় ৪০ বছর বয়সী ম্যানেজার মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, ১৭ আগস্ট ২০২৫ তারিখ রাত প্রায় ১১:৫৫ ঘটিকায় অভিযানটি পরিচালিত হয়। জব্দকৃত পলিথিন ব্যাগগুলো বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ও অবৈধ বাণিজ্যের উদ্দেশ্যে সংরক্ষিত ছিল।
গ্রেফতারকৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। এসময় পুলিশ জানায়, এই কর্মকাণ্ডের মূল হোতা মোঃ মুরাদ এবং অন্যান্য অজ্ঞাত নামা সহযোগীদের খুঁজে বের করতে তদন্ত চলমান আছে। রফিকুল ইসলামকে যথাযথ আদালতে হস্তান্তর করা হয়েছে।