প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অর্থাৎ আগামী বছর ফেব্রুয়ারি মাসের রোজা শুরু হওয়ার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৫ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন কমিশনসহ সরকারের সব অঙ্গসংগঠন সম্মিলিতভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে- এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা সন্দেহের বীজ রোপণ করছেন, তাদের বলব- আপনারা থামুন। রোজা শুরু হওয়ার আগেই ভোট অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণার আগে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় সব কাজ দ্রুতই শুরু হবে।