মালয়েশিয়া সফরে দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা বার্নামাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তিনি জনগণের ইচ্ছার বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। বরং সাধারণ মানুষ যা চান, তিনি কেবল সেই পরিবর্তন বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখেন।
শনিবার (১৬ আগস্ট) বার্নামা সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করে। এতে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ, সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা, ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, আমি নই, জনগণই পরিবর্তন চায়। তারা যেমন পরিবর্তন আশা করে, আমি কেবল সেটি বাস্তবায়নে সাহায্য করি। নিজের ইচ্ছা আমি কারও ওপর চাপিয়ে দেই না। আমি অপেক্ষা করি জনগণের ইচ্ছা জানার জন্য, তারপর সেটিকে বাস্তবায়নে সহযোগিতা করি। এছাড়া তিনি নিজেকে নেতা নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রচেষ্টার একজন তত্ত্বাবধায়ক হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।