মালয়েশিয়ার শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান আজিয়াটাকে বাংলাদেশে ৫জি সেবা চালু করা এবং দেশের ডেটা সেন্টারে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টার অবস্থান করা হোটেলে আজিয়াটা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য উচ্চগতির ইন্টারনেট অত্যাবশ্যক এবং বৈশ্বিক কোম্পানিগুলোকে ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করতে বিনিয়োগ বাড়াতে হবে। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার শীর্ষ টেলিযোগাযোগ অপারেটরদের জন্য আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে লাইসেন্সিং প্রক্রিয়া সহজতর করছে।
সেলুলার অপারেটর রবির মূল কোম্পানি আজিয়াটা বারহাদ গ্রুপের সিইও বিবেক সুদ জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৫জি ট্রায়াল সম্পন্ন করেছে। তবে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর জন্য দেশের ফাইবার অপটিক নেটওয়ার্কের সম্প্রসারণকে তিনি অপরিহার্য বলে উল্লেখ করেন।