বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

ঢাকায় টানা ২ থেকে ৫ ঘণ্টা বৃষ্টির আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২২ Time View

ঢাকার বিভিন্ন স্থানে সকাল ৬টার পর থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, আজ সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা শহরের ওপরে বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া সকাল ৭টা ১৫ মিনিটের পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা শহরসহ এর চারপাশের সব জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের সব জেলার ওপরে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে, সকাল ৯টার পর থেকে দুপুর ৩টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com