বাংলাদেশে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ব্যবসায়িক ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার দেশকে আরও ব্যবসাবান্ধব করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। অতীতে বাংলাদেশে ব্যবসা প্রত্যাশামতো অগ্রসর হয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক ক্ষেত্রেই উন্নয়ন হচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ব্যবসার সম্ভাবনা। বাংলাদেশকে সর্বোচ্চভাবে ব্যবসাবান্ধব করতে কাজ চলছে এবং পরিবর্তিত বাংলাদেশে তিনি অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছেন।
বাংলাদেশ তরুণদের দেশ, সৃজনশীল মানুষের দেশ, উল্লেখ করে বিনিয়োগকারীদের বহু দেশে ছড়িয়ে থাকা তরুণ বাংলাদেশি প্রবাসীদের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। প্রবাসী তরুণ বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, তাদের সবসময়ই বাংলাদেশের জন্য কিছু করার তীব্র ইচ্ছা রয়েছে।