সম্প্রীতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায়। একসময় মনোমুগ্ধকর এই পর্যটনকেন্দ্রটি এখন প্রায় বিবর্ণ ও ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। এ বিষয়ে বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গভীর হতাশা প্রকাশ করেছেন।
সোমবার (১১ আগস্ট) এক আলোচনা সভায় তিনি বলেন, আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না।
রিজওয়ানা হাসান বলেন, ‘পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কীভাবে অসুন্দর করে ফেলতে হয়, সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর জাফলং নষ্ট হয়ে গেল, ধ্বংসলীলা দেখলাম।’
তিনি আরও বলেন, ‘সিলেটে দুজন উপদেষ্টা গিয়েছিলাম, সেখানে পাথর তুলতে সরবদলিয় সর্বদলীয় ঐক্য দেখলাম। জাফলং রক্ষা করব বলে কোনো ঐক্য দেখলাম না। জাফলং ধ্বংস করে দিয়ে কীসের উন্নয়ন হচ্ছে? আমরা যদি পাথর না তুলে ইকো ট্যুরিজম করি, তবে আয় হবে বেশি। একজন ডিসি বলেছিলেন, ইকো ট্যুরিজমে আমরা পাথর তোলা থেকে বেশি আয় করতে পারব। সারাদিন পানিতে নেমে পাথর তোলাকে কর্মসংস্থান বলা যায় না, এটা স্পষ্ট শোষণ।’