গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতি হিসেবে কোনো ধৈর্য নেই আমাদের। সমাজের অবক্ষয় হয়েছে।’আগে যেকোনো ঘটনা ঘটলে মানুষ প্রতিবাদ করতেন, প্রতিহত করতেন। এখন বিপদে পাশের কোন মানুষও এগিয়ে আসে না, প্রতিবাদ করে না।
এছাড়াও তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই সঙ্গে অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হবে।’