গাইবান্ধার সুন্দরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে কাব স্কাউট ও স্কাউটদের নিয়ে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা স্কাউটস এর আয়োজনে প্রশাসন সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহজাহান মিঞা।
বক্তব্য দেন বাংলাদেশ স্কাউট উপজেলা কমিশনার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশিকুর রহমান, স্কাউট সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, কাব স্কাউট লিডার ট্রেইনার মোছাঃ জিন্নাতুল ফেরদৌসী, সহ-সম্পাদক মো. রেজাউল আলম, সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক রাজা, মো. আহসান হাবীব, অডিট টিম সদস্য মো. জাহিদুল ইসলাম জাহিদ ও গণমাধ্যম কর্মী সুদীপ্ত শামীমসহ অনেকে।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে কাব ও স্কাউট উভয় শাখার সদস্যদের অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত।