রাজধানীর মিরপুরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে পাঁচতলা ভবনের সর্বত্র প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়।
বুধবার (২৩ জুলাই) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে৷ স্কুলের শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেবার কাজ করছে এলাকাবাসী।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।