রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ বিধ্বস্তের ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী নারী ও শিশুসহ অন্তত ২৬ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। অপরদিকে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানান, এতে কতজন আহত হয়েছেন সে সম্পর্কে এখনো নিশ্চিত করে জানা যায়নি। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার ও হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।