রাজধানীর কল্যাণপুরে মদ্যপান অবস্থায় উবার চালককে মারধরের অভিযোগে সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তথ্য জানতেই নোবেলকে থানায় আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, শনিবার রাতের দিকে উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে কল্যাণপুর থেকে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় যান নোবেল ও তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যে পৌঁছানোর পরও গাড়ি থেকে না নেমে তিনি চালকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে কথাকাটাকাটির একপর্যায়ে উবার চালক আকবর হোসেনকে শারীরিকভাবে আঘাত করেন বলে অভিযোগ উঠে।
এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে নোবেল উত্তেজিত হয়ে পড়েন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। শনিবার মধ্যরাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।