বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকা সফররত কানাডার ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন ইপিকে অনুরোধ করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
রোববার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন সহকারী উপমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপমন্ত্রী ওয়েলডনের প্রথম ঢাকা সফর বাংলাদেশের সঙ্গে কানাডার ক্রমবর্ধমান সম্পর্কের প্রতিফলন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং মানুষের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
কানাডিয়ান মন্ত্রী জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং কানাডায় বাংলাদেশি প্রবাসীদের প্রাণবন্ত ভূমিকা এবং এটি কীভাবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি প্রধান উপাদান হিসেবে কাজ করে তা তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রসচিব শিক্ষা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুবিধার্থে শিক্ষার্থী ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ করেন।