তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। বর্তমানে কাকরাইল মোড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার (৭ জুলাই) সকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জলকামান নিক্ষেপ করে পুলিশ।
অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার এবং ১৬ বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। এছাড়া তারা ‘বাংলাদেশ রাইফেলস’ নামটি পুনঃস্থাপনের দাবি করেন। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।