বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা এলো বিসিবির সভা শেষে। ২০২৫-২৬ মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের জন্য মে মাস নয় যথারীতি ডিসেম্বর-জানুয়ারি সময়সূচি প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম।
এবার পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিদের অংশগ্রহণের সুযোগ থাকছে, তবে সুনির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই কেবল তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ লক্ষ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সহায়তায় একটি নতুন আর্থিক ও বাণিজ্যিক মডেল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় জানানো হয়, বিপিএলের দল সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া এক-দুটি নতুন মাঠকে বিপিএল ভেন্যু হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিপিএলকে আরও পেশাদার, আকর্ষণীয় ও আন্তর্জাতিকমানের একটি লিগে পরিণত করতে দৃঢ়প্রতিজ্ঞ বিসিবি। এবারের বিপিএল শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে—এমনটিই আভাস মিলেছে বিসিবি সভাপতির বক্তব্যে।