সমালোচনা ও বিতর্ককে পাশ কাটিয়ে গত ২৭ জুন শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ছবি ‘সর্দারজি থ্রি’। ভারতে মুক্তির আগে ছবিটি ঘিরে নানা বিতর্ক তৈরি হলেও, পাকিস্তানের বক্স অফিসে ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে প্রায় ৫ লাখ মার্কিন ডলার—যা পাকিস্তানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় কিংবা পাঞ্জাবি ছবির ক্ষেত্রে বিরল সাফল্য।
ছবির এই অর্জনে আনন্দ প্রকাশ করে দিলজিৎ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “২টি সিনেমা হল ইতোমধ্যেই হাউজফুল। দর্শকদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। সিনেমা হলে যান ও ছবিটি দেখুন।” উল্লেখ্য, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরসহ কয়েকজন শিল্পী এতে অভিনয় করায় ভারতে ছবিটি নিয়ে তৈরি হয় বিতর্ক। চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে অনেকেই এর বিরোধিতা করেন।
ভারতে মুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও ‘সর্দারজি থ্রি’ সীমান্তের ওপারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের ভালোবাসায় ভীষণ আনন্দিত দিলজিৎ নিজেও। তিনি এক সাক্ষাৎকারে বলেন, “ভাষা আর সীমানা কখনোই ভালো গল্পকে আটকে রাখতে পারে না।” এই সাফল্য তার অভিনয় ক্যারিয়ারে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছ।