বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন হলিউড তারকা ব্র্যাড পিটের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্টে তিনি শুধু “ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট।” লিখে তার প্রভাব ফুটিয়ে তুলেছেন। ধারণা করা হচ্ছে, ব্র্যাড পিটের নতুন সিনেমা ‘F1’ দেখে দীপিকা এই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পরিচালক জোসেফ কোসিনস্কির পরিচালিত এই ছবিতে তিনি একজন অভিজ্ঞ ফর্মুলা ওয়ান রেসার সনি হায়েসের চরিত্রে অভিনয় করেছেন। গত ২৭ জুন শুক্রুবার লন্ডনে ‘F1’ ছবিটির গ্র্যান্ড প্রিমিয়ার হয়, যেখানে উপস্থিত ছিলেন টম ক্রুজসহ অনেক হলিউড তারকা। বিশ্বজুড়ে এই ছবি ব্যাপক সাড়া ফেলেছে।
দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রাম স্টোরি থেকে স্পষ্ট, তিনি শুধু ব্র্যাড পিটের অভিনয়ের ভক্ত নন, তার ব্যতিক্রমী ব্যক্তিত্বেরও বড় অনুরাগী। দীপিকার এই প্রকাশ্যে উচ্ছ্বাস ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।