কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যথাযথ ও দ্রুত তদন্ত সম্পূর্ণ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) রাতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঐক্য পরিষদ বলেছে, এমন ঘটনা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু নারীদের অধিকতর নিরাপত্তাহীনতায় ফেলবে, যা স্বাভাবিক জীবনযাপনের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার যথাযথ বিচার নিশ্চিত না হলে আইনের প্রতি মানুষ আস্থা ও বিশ্বাস হারাবে, যা দেশ ও জাতির জন্য অশনিসংকেত। একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে হবে।
প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগরে ফজর আলী ঘরের দরজা ভেঙে ‘জোরপূর্বক ধর্ষণ’ করে। ভুক্তভোগীর আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। পরবর্তী সময়ে ওই নারীর ওপর অমানবিক ও পাশবিক নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।