বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘনিষ্ঠদের দাবি, স্ত্রী রিয়ামনি সম্পর্কিত মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার পরপরই রিয়ামনি সেখানে ছুটে যান এবং একসাথে কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন শুরু হয়—হিরো আলম আলোচনায় আসতে নাটক সাজিয়েছেন। কেউ কেউ অভিযোগ তোলেন, এটি হিরো আলম ও রিয়ামনির যৌথ চেষ্টায় পরিকল্পিত।
এসবের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়ামনি। তিনি বলেন, “আমরা ক্যামেরার সামনে কাজ করি বলে কি আমাদের কোনো ব্যক্তিগত দুঃসময় থাকতে পারে না? একটা খারাপ সময় যাচ্ছে, সব কিছু অভিনয় নয়।” তিনি আরও জানান, হিরো আলম বর্তমানে অনেকটাই সুস্থ, ঢাকার বাইরে একটি জায়গায় অবস্থান করছেন এবং সুস্থ হলে ঢাকায় ফিরবেন।