বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। গত ১৯ জুন পুত্রসন্তানের জন্ম দেন তিনি এবং এক সপ্তাহ পর, আজ শনিবার (২৮ জুন) এক ইনস্টাগ্রাম পোস্টে তাঁর ছেলের ছবি ও নাম শেয়ার করেন। ছবিতে নবজাতককে ছোট টুপি ও তোয়ালে পরে ঘুমন্ত অবস্থায় দেখা যায়। ইলিয়ানা জানান, ছেলের নাম কিয়েনু রেফ ডোলান।
২০২৩ সালের মে মাসে তিনি প্রেমিক মাইকেল ডোলানকে বিয়ে করেন। এরপর ওই বছরের আগস্টে ইলিয়ানা প্রথম সন্তানের জন্ম দেন, এবং প্রথম সন্তানের নাম দিয়েছেন কোয়া ফোনিক্স ডোলান।
দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশের পর অনুরাগীরা ভরিয়ে দিচ্ছেন ভালোবাসা ও শুভেচ্ছায়। মা-ছেলে উভয়েরই সুস্থ থাকার খবর দিয়েছেন অভিনেত্রী নিজেই।