বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন

ছয় বছরের বৈবাহিক জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী কনা

বিনোদন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২২ Time View

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা ও তার স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। গতকাল বুধবার (২৫ জুন) রাতে এক আবেগঘন ফেসবুক পোস্টে কনা আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদের খবর জানান। তিনি লেখেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায় হয়, তেমনি বিচ্ছেদও হয় তারই ইশারায়।” কনা জানান, গত ১৬ জুন ২০২৫ তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং এটি ছিল দুই জনের সম্মতিতে নেওয়া কঠিন একটি সিদ্ধান্ত।

কনা তার পোস্টে উল্লেখ করেন, “আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব এবং জীবনের নতুন অধ্যায়ে শান্তি ও সম্মানের সাথে এগিয়ে যেতে চাই।” তিনি ভক্তদের উদ্দেশে অনুরোধ জানান, এই সিদ্ধান্ত যেন সম্মানের সাথে গ্রহণ করা হয় এবং ভবিষ্যতেও যেন তাকে আগের মতো ভালোবাসা ও সমর্থনে আগলে রাখা হয়। বর্তমানে তিনি নিজের গানের কাজে মনোযোগ দিতে চান বলেও জানান।

প্রসঙ্গত, কনা ও গহিন ২০১৯ সালের ২১ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাত বছর প্রেমের পর তারা গোপনে বিয়ে করেন, তবে কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি। কনার বিচ্ছেদের খবর অনেক ভক্তকে আবেগাপ্লুত করলেও, তার সাহসী সিদ্ধান্ত এবং ব্যক্তিত্বপূর্ণ বার্তাটি প্রশংসা পাচ্ছে সামাজিক মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com