ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির পরপরই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসে এই সিনেমা। তবে বাণিজ্যিক সফলতার মাঝেই হঠাৎ এক বড় চ্যালেঞ্জ— পাইরেসির সিকার।
এক সংবাদ সম্মেলনে শাকিব খান জানান, “পাইরেসির পর অনেকে ভেবেছিল সিনেমা আর চলবে না। কিন্তু উল্টো ‘তাণ্ডব’-এর চাহিদা বেড়েছে। দেশের প্রতিটি প্রান্তে ছবিটি দেখছে মানুষ।” তিনি পাইরেসির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শাকিব বলেন, “বাংলা সিনেমা আমাদের সংস্কৃতির অংশ। তাই সবাইকে এক হয়ে পাইরেসির বিরুদ্ধে ‘না’ বলতে হবে।”
শাকিব খান অভিযোগ করেছেন , কিছু কুচক্রী মহল নিয়মিতভাবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে। তবে দর্শকের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন , “আমরা হাল ছাড়বো না, আরও ভালো সিনেমা নিয়ে ফিরব।