২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদে ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উত্তাল প্রতিক্রিয়া তৈরি হয়। তখন হলিউডের বহু তারকা ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন এবং ইরানের জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন।
মার্কিন অভিনেত্রী রোজ ম্যাকগাওয়ান ইরানিদের উদ্দেশে টুইট করে দুঃখ প্রকাশ করেছিলেন। কৌতুকশিল্পী ক্যাথলিন গ্রিফিন ট্রাম্পকে “মূর্খ ও চিন্তাহীন” বলে আখ্যায়িত করেন। প্রামাণ্যচিত্র নির্মাতা মাইকেল মুর বলেন, “আমাদের অজান্তেই এক অযাচিত যুদ্ধে জড়ানো হয়েছে।”
পাঁচ বছর পর আবার উত্তাল মধ্যপ্রাচ্য। ট্রাম্পের নেতৃত্বেই আবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আবারও যুদ্ধের শঙ্কা, আর সেই সাথে আলোচনায় উঠে এসেছে হলিউড তারকাদের সেসব সমালোচনামূলক বার্তা—যা আজ যেন বাস্তবতায় রূপ নিচ্ছে।