আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামনি ও বার ড্যান্সার ম্যাক্স অভি রিয়াজকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার ২১জুন রাতে রামপুরার উলন রোডের বাসায় হিরো আলম উপস্থিত হয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় পান বলে দাবি করেন। এ সময় হিরো আলমকে মারধর করার অভিযোগও রয়েছে রিয়ামনির বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উত্তেজিত জনতা রিয়ামনি ও অভিকে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে দুজনকেই আটক করে হাতিরঝিল থানায় নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিকে রক্তাক্ত অবস্থায় টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হচ্ছে। রিয়ামনিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ।
হিরো আলমের অভিযোগ, এখনো তার সাথে রিয়ামনির ডিভোর্স হয়নি। অথচ তিনি নিয়মিতভাবে অভির সাথে মেলামেশা করচ্ছেন। এর আগেও অভির স্ত্রী অভিযোগ করেছিলেন, রিয়ামনির জন্যই তার সংসার ভেঙেছে। আজ তাদের কোর্টে চালান দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।