‘সিতারে জমিন পর’ মুক্তির পর মুম্বাইয়ে নিজের অফিসে প্রথম আলোর সাথে একান্ত আলাপে জীবনের নানা দিক তুলে ধরেন বলিউড তারকা আমির খান। জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাথে কাজের অভিজ্ঞতা বদলে দিয়েছে তাঁর দৃষ্টিভঙ্গি।
২০০৭ সালের ‘তারে জমিন পর’-এর সিকুয়েল হলেও এবার পরিচালনায় ছিলেন না আমির। অভিনয়ে মনোযোগ দিতে পরিচালনা এড়িয়ে যান। ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতা নিয়ে বলেন, “অবসাদে ছিলাম, পরিবার পাশে ছিল বলেই নিজেকে ধরে রাখতে পেরেছি।”
ব্যক্তিজীবনেও খোলামেলা আমির। গৌরীর সাথে সম্পর্ক প্রসঙ্গে বলেন, “আমি চরম, গৌরী শান্ত। ও আমার জীবনে শান্তি এনেছে, আমি ওর জীবনে রোমাঞ্চ।” অভিনয়কে কাজ নয়, আবেগ বলেই মনে করেন তিনি।