অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা কন্যাসন্তানের মা হয়েছেন। থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে জন্ম নিয়েছে স্বাগতা ও হাসান আজাদ দম্পতির প্রথম সন্তান।গতকাল শনিবার ২১ জুন রাতে নিজের ফেসবুকে মেয়ের ছবি পোস্ট করে স্বাগতা লেখেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মারিয়াম সর্বজয়া শানু আজাদ।’
সন্তান জন্মের খবর শেয়ার করার পর অভিনন্দন বার্তায় ভরে গেছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম।স্বাগতা জানান, গেল দুই মাস ধরে তিনি থাইল্যান্ডে ছিলেন এবং সেখানেই কন্যাসন্তানের জন্ম হয়।
২০২৩ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু, লন্ডনপ্রবাসী হাসান আজাদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বাগতা। হাসান সংগীতের পাশাপাশি একজন সফল ব্যবসায়ী এবং কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ।