শাকিব খান অভিনীত ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত ছবি ‘তাণ্ডব’ দাপটের সাথে এগিয়ে যাচ্ছে বক্স অফিসে। রায়হান রাফীর পরিচালনায় মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে ছবিটি শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছে। তবে এই সাফল্যের মাঝেই বড় ধাক্কা ছবিটি পাইরেসির শিকার হয়েছে। ঝকঝকে প্রিন্ট ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।
তবে প্রতিকূলতা সত্ত্বেও থেমে থাকেনি ‘তাণ্ডব’। অফিস-আদালত খুলে যাওয়ার পরও ছবিটি দেশের বিভিন্ন হলে হাউসফুল যাচ্ছে। গত রবিবার ১৫জুন মাল্টিপ্লেক্সে ৮৩টি শোর মধ্যে ৪৮টিই ছিল হাউসফুল, আয় ৬৪ লাখ ৪০ হাজার টাকা। এ পর্যন্ত শুধু মাল্টিপ্লেক্স থেকেই ছবিটির আয় প্রায় সাড়ে ছয় কোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে ঈদের অন্যান্য ছবির মধ্যে তানিম নূরের ‘উৎসব’ তুলনামূলক ভালো করছে। রবিবার মাল্টিপ্লেক্সে এর আয় ১৪ লাখ ২৯ হাজার টাকা। মুক্তির ৯ দিনে ছবিটির মোট আয় ছাড়িয়েছে এক কোটি টাকা। তবে ‘ইনসাফ’, ‘নীলচক্র’, ‘এশা মার্ডার-কর্মফল’ ও ‘টগর’ বক্স অফিসে উল্লেখযোগ্য সাড়া ফেলতে পারেনি।