পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন শক্ত প্রতিক্রিয়া দিয়েছে যে ,মাত্র দুই ঘণ্টার মধ্যেই ভারতের কান্না গিয়ে পৌঁছায় ওয়াশিংটনে বলে মন্তব্য করেছেন, পাক-পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল।
তিনি বলেন, আমাদের নেতৃত্ব এখন আর ‘হামলা করবো কি না’—এই প্রশ্ন করে না। সিদ্ধান্ত নেওয়া ও জবাব দেওয়ার মতো সাহস এখন আমাদের হাতে আছে। তিনি দাবি করে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতা এমন ছিল যে ভারতের মাল্টি-মিলিয়ন ডলারের যুদ্ধবিমানগুলো ‘জং ধরা ধাতব টুকরোতে’ রূপ নিয়েছে। এছাড়া, বর্তমান নেতৃত্ব ও সেনাবাহিনী মিলে প্রমাণ করেছে—যুদ্ধ সংখ্যা দিয়ে নয়, দক্ষতা দিয়ে জেতা হয়।
এদিকে, পাকিস্তান সরকার ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’-এর সাফল্য তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়, কাশ্মীরের হামলাটি ছিল ভারতের সাজানো একটি ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’, যা পাকিস্তানকে দোষী প্রমাণের উদ্দেশ্যে পরিকল্পিত।