মুস্তাফিজুর রহমানেকে নিলামে ২ কোটি ভিত্তিমূল্যের তিনগুণ দামে শেষ মুহূর্তে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস । শেষ পর্যন্ত মুস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তিন ম্যাচের জন্য এনওসি (NOC) পেয়েছেন। দিল্লি প্লে-অফে গেলে সেই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা থাকবে। এদিকে, মিচেল স্টার্ককে না পাওয়ার দুঃসংবাদও তাদের গায়ে লেগেছে, কারণ অস্ট্রেলিয়ান এই পেসার আইপিএলে আর অংশ নিচ্ছেন না।
তবে শেষ সময়ে দিল্লির গায়ে বয়ে গেছে সুবাতাস। আসর শুরুর আগমুহূর্তে দলে যোগ দিয়েছেন দুই প্রোটিয়া তারকা—ফাফ ডু প্লেসি ও ট্রিস্টান স্টাবস। গতকাল ১৬ মে তারা দলের সাথে যোগ দিয়েছেন। তবে ট্রিস্টান স্টাবস দলের সাথে থাকবেন ২৬ মে পর্যন্ত। দিল্লির সহ-অধিনায়ক ফাফ ডু প্লেসি আসরের শেষ পর্যন্ত দলে থাকবেন ।
বর্তমানে আইপিএল পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে আছে দিল্লি ক্যাপিটালস। ১১ ম্যাচের মধ্যে ৬ জয় পেয়েছে তারা। বাকি রয়েছে ৩ ম্যাচ। ওই তিন ম্যাচে জয়লাভ করলে প্লে-অফে খেলার সুযোগ নিশ্চিত হবে। গত ৯ মে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দিয়েই বাতিল হয় আইপিএল। স্থগিত সেই ম্যাচ হবে ২৪ মে।