‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে পালিত হচ্ছে মহান মে দিবস। আজ বৃহস্পতিবার (১লা মে,২০২৫) সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে একের পর এক র্যালি নিয়ে শ্রমজীবী মানুষেরা। এ সময় শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমজীবীদের নানা রকম স্লোগানে মুখরিত হয় রাজপথ।
তবে এবারের মুল আকর্ষণ মে দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠান। যেটা হতে চলেছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকদের আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিবসটি পালন করা হয়ে থাকে।