জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও শেখ হাসিনার গদি বাঁচাতে অনলাইন সভা করেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষকরা এবং তা সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে করে সারাদেশে তুমুল সমালোচনা ও শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।
গত বছরের ৪ই আগস্ট অনুষ্ঠিত ১ ঘন্টা ৩০ মিনিটের অনলাইন সভার ভিডিওতে দেখা যায় শেখ হাসিনরে পাশে দাঁড়িয়ে যেকোনো উপায়ে সরকার পতন ঠেকাতে শিক্ষকদের বদ্ধপরিকর হতে দেখা যায়। ওই সভায় ববির তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি বলেছিলেন, শিক্ষার্থীদের ঘোষিত এক দফার কোনো যৌক্তিকতা নেই।
ইংরেজি বিভাগের অধ্যাপক আরিফ হোসেন শিক্ষার্থীদের কার্যক্রম কে সন্ত্রাসী কর্মকান্ড বলে আখ্যা দিয়ে বলেছিলেন, এক দফা এক দাবীর ঘোষকদের প্রতিহত করত হবে। আবার বিজ্ঞান অনুষদের সাবেক ডিন দিল আফরোজ খানমকে কান্না জড়িত কন্ঠে বলতে শোনা যায় , আমি বিশ্বাস করি এই মুহূর্তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই।
ওই অনলাইন সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মিটিং এ অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর আব্দুল কাইয়ুম, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবিরসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তারা।
অনলাইন সভার ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন। অন্তত শিক্ষকের মধ্যে কমপক্ষে ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকা উচিত ছিলো বলেও ক্ষোভ প্রকাশ করেন।