বিসিবি সম্প্রচারকারী প্রতিষ্ঠান নিয়ে জটিলতা ভাঙতে পারলেও মাঠে দর্শক ফেরাতে ব্যর্থ। দীর্ঘদিন পর বিটিভিতে ফিরেছে বাংলাদেশে জাতীয় দলের খেলা সম্প্রচার। তবে বিসিবির নির্ধারিত ৫০ টাকার টিকিটও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শক উপস্থিতি বাড়াতে পারেনি।
রবিবার (২০ এপ্রিল) প্রথম দিনের খেলা শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে ক্রিকেট কেন্দ্রিক তেমন উত্তেজনা দেখা যায়নি। স্টেডিয়ামে হাতে গোনা দর্শকের উপস্থিতি মাত্র।
দর্শকহীনতার ম্যাচে বাংলাদেশও টেস্টে শুরুটা করেছে ম্যাড়ম্যাড়ে। দলীয় শতরান পেরুবার আগেই সাজঘরে ফিরেছেন টপঅর্ডারের তিন ব্যাটার। চল্লিশের ঘরে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার সাজঘরে ফিরলেন মুশফিক। চাপে এখন বাংলাদেশ।