রাজধানীর গুলশানে বিগত ৭/৮ মাস ধরে প্যাডেল চালিত রিকশার পাশাপাশি অবাধে চলছে ব্যাটারিচালিত রিকশাগুলোও। আজ শনিবার (১৯ এপ্রিল) থেকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও গুলশান সোসাইটি। গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের জন্য বেরিগেট দেওয়া হয়েছে। গার্ড হিসেবে ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে গুলশান সোসাইটি।
প্যাডেলচালিত কয়েকজন চালক জানান, ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।
তবে দুপুরের দিকে প্রায় ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে বিভিন্ন স্লোগানে মিছিল করতে দেখা যায়। এসময় পুলিশের ধাওয়াতে তাদের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
ডিএনসিসি মুখপাত্র মকবুল হোসাইন বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।