দাম্পত্য জীবনের তিন বছর কেটে গেছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের। বিয়ের এক মাসের মাথায় সুখবর দিয়েছিলেন আলিয়া ও রণবীর। জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাদের কোলে সন্তান আসছে। বরতমানে তাদের মেয়ে রাহা এখন বেশ বর হয়েছে। রাহা দেখতেও একদম মায়ের কপি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সাজগোজ সংক্রান্ত একটি ভিডিওতে আলিয়া বলেছিলেন, তিনি গাঢ় রঙের লিপস্টিক পড়েন না, কারণ রণবীর অপছন্দ করেন। যদি কখনো গাঢ় রঙের লিপস্টিক পড়া হয় এবং তা যদি রণবীর দেখে তখন মুছে নিতে বলেন আমাকে। এরপরেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াগুলোতে ঘুরতে থাকে। এ নিয়ে তার ভক্তরা এমনকি নেটিজেনরা ভাবছেন রণবীর আলিয়াকে নিয়ন্ত্রণ করছেন, এমন একটি ধারণা তৈরি হয় তাদের মধ্যে।
অবশ্য এ নিয়ে আলিয়া স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছিলেন, রণবীর মোটেই নিয়ন্ত্রণ করেন না তাকে। বরং স্বামীর সঙ্গে থাকাকালীনই নিজেকে সবচেয়ে বেশি খাঁটি মনে হয় তার। রণবীরও এই বিষয়ে জানিয়েছিলেন, তারা দু’জনেই স্বতন্ত্র ও স্বাধীন মানুষ। কোনোভাবেই পরস্পরকে নিয়ন্ত্রণ করার চেষ্টাও করেন না।