আগামী ১লা মে থেকে সারাদেশে ডিম ও মুরগী উৎপাদনকারী সব রকমের খামার বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিপিএ সভাপতি সুমন হাওলাদার।
বিপিএ সভাপতি সুমন হাওলাদার, গত দুমাস ধরে তারা প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকার লোকসানের মুখে পড়েছেন। এমন পরিস্থিতে পোল্ট্রি খাত ধ্বংসের মুখে, এখনো সরকার নিরব ভূমিকা পালন করছেন। তাই তারা এমন সিদ্ধান্তে পৌঁছেন।
তিনি আরও বলেন, বাজার কর্পোরেটের কারণে রমজান ও ঈদ মৌসুমে প্রান্তিক খামারিরা প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করেছিলেন, কিন্তু তা প্রতি কেজিতে ৩০ টাকা লোকসানে এক মাসে লোকসান হয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। এছাড়াও ৩ কোটি ডিম যা প্রতি ডিমে ২ টাকা করে লোকসানে, দুই মাসে ডিমে লোকসান হয়েছে ৩৬০ কোটি টাকা।
আমরা করপোরেট দাসত্ব মানব না-মন্তব্য করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১০ দফা দাবি জানান।